এনসি চ্যাটার্জি টি২০ মেমোরিয়াল ট্রফি জিতল সুবার্বন ক্লাব

এনসি চ্যাটার্জি টি২০ মেমোরিয়াল ট্রফি জিতল সুবার্বন ক্লাব। বুধবার সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে তালতলা ইনস্টিটিউটকে ১৫ রানে হারিয়ে। টস জিতে ব্যাট করতে নেমে সুবার্বন ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। দীপক প্রসাদ ৩৭ বলে সর্বাধিক ৫৩ রান করেন।

অভিষেক দাস ১০ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ২৮ রান দিয়ে ২ উইকেট নেন আকাশ ত্রিপাঠী। জবাবে খেলতে নেমে তালতলা ইনস্টিটিউট ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানের বেশি তুলতে পারেনি। চক্রধর দ্বিবেদী করেন ৩৭।

অভিশান্ত তিনটি, ঋষি বটব্যাল ও গৌতম ভার্মা ২টি করে উইকেট নেন। ক্রিকেটারদের উৎসাহিত করতে হাজির ছিলেন সিএবি সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, অবজার্ভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মল্লিক, প্রাক্তন ক্রিকেটার ইন্দুভূষণ রায় সহ সিএবির একাধিক কর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =