নয়াদিল্লি : ফের ন্যক্কারজনক ষড়যন্ত্র চিনের। অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের চেষ্টা করে চলেছে চিন। বিষয়টি ভারতের নজরে আসতেই চিনকে সহবত শেখাতে তৎপর হয়েছে বিদেশ মন্ত্রক। চিনের এমন আগ্রাসী মনোভাবের তীব্র নিন্দা করেছে ভারত সরকার।
বুধবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। নাম পরিবর্তন করলেই এই সত্যিটা পরিবর্তিত হয়ে যাবে না।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে, চিন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের জন্য ক্রমাগত ব্যর্থ এবং অযৌক্তিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে, আমরা এই ধরনের চেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে। নাম পরিবর্তন করলেই এই সত্যিটা বদলে যাবে না।”