কলকাতা : হিন্দু-সহ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা রাজ্যের শাসকদলের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার বাংলাদেশের চলতি অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও হিন্দু-সহ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর পররাষ্ট্রের দিকে বল ঠেলে দেওয়ার ব্যাপারটাকে হাতিয়ার করেই শুভেন্দুবাবু বলেন, “যখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছিল, যখন হাসিনা সরকার দমনপীড়ন চালাচ্ছিল তখন মমতা আহ্বান করেছিলেন যে ‘যাঁরা আক্রান্ত হবেন আসুন আমি আশ্রয় দেব’। তখন ওঁর পররাষ্ট্রের কথা মনে পড়েনি?”
অন্যদিকে, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মমতার বাংলাদেশের মতামত নিয়ে বলেন, “মুখ্যমন্ত্রী যা যা বিষয় বাংলাদেশ নিয়ে বললেন তা পুরোটাই রাজনৈতিক। আমরা বলার চেষ্টা করলে বলতে দেওয়া হল না। এক তরফা বলে গেলেন। হাততালি কুড়োনোর জন্য যে প্রচেষ্টা তিনি নিয়েছেন, তা নিন্দনীয়।”
প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি কেন্দ্রের সরকারের কাছে আবেদন করছি, যাতে তারা রাষ্ট্রপুঞ্জকে বলে, যে বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ওখানে একটা পিস কিপিং ফোর্স পাঠানো হোক।” তাঁর কথায়, “এটা কেন্দ্রের ব্যাপার। পররাষ্ট্রের ব্যাপার। তবে এও ঠিক যে, আমাদের অনেক বন্ধু আত্মীয়স্বজন বাংলাদেশে রয়েছে। ধর্ম, বর্ণ, জাতি যেখানেই আক্রান্ত হোক আমরা নিন্দা করি। আমরা চাই শান্তি ফিরুক। তা নিশ্চিত করা হোক। এই সভা থেকে প্রস্তাব নেওয়া হোক যে আমাদের বন্ধুদের ওপর যেন অত্যাচার না হয়।”