খড়গপুর : খড়গপুর আইআইটিতে ফের রহস্যজনক মৃত্যু এক পড়ুয়ার। রবিবার রাতে হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় মহারাষ্ট্রের এক ছাত্রের দেহ। বছর বাইশের ওই ছাত্রের নাম, অনিকেত ওয়ালকর।
তিনি ওশিয়ান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নাভাল আর্কিটেকচার বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন। থাকতেন জগদীশচন্দ্র বসু হলের সি-২১৪ নম্বর ঘরে।
রবিবার রাতে সেখান থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। কী কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও সম্ভাব্য সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।