রসগোল্লা কার? বাংলার না ওডিশার। তা নিয়ে টানাটানিতে শেষ পর্যন্ত জয়ী হয়েছে বাংলা। কলকাতার রসগোল্লা, দার্জিলিং চা থেকে শুরু করে মালদহের ক্ষীরসাপতি বা হিমসাগর আম, বর্ধমানের মিহিদানা-সীতাভোগ, জয়নগরের মোয়ার মতো রাজ্যের অনেক কিছুই ইতিমধ্যে জিআই ট্যাগ পেয়েছে।
এবার বারুইপুরের সুস্বাদু পেয়ারা ও মিষ্টি লিচুর জন্য ‘জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন’ ট্যাগ পেতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাল নবান্ন। সম্প্রতি বিধানসভায় এ কথা জানিয়েছেন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সরদারের একটি প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন উজ্জ্বলবাবু। তবে শুধু পেয়ারা বা লিচু নয়, সেখানকার জামরুল এবং দক্ষিণ ২৪ পরগনার অন্যতম বড় কুটিরশিল্প সবুজ আতশবাজিতেও ‘জিআই’ তকমা পাওয়ার জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ নিয়ে আলাপ-আলোচনার সময় রসিকতা করে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু আবেদনে কাজ হবে না। জিআই ট্যাগ নিয়ে আসতে হবে।