নির্বাচন কমিশনের শুনানির লাইনে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, নোটিশ ঘিরে রাজনৈতিক চর্চা

মালদা : রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করল নির্বাচন কমিশনের পাঠানো শুনানির (হেয়ারিং) নোটিশ। সেই নোটিশ হাতে নিয়ে বৃহস্পতিবার নির্ধারিত দিনে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়াতে দেখা গেল রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনকে। শুধু তিনিই নন, তাঁর পরিবারের একাধিক সদস্যকেও একইভাবে লাইনে দাঁড়িয়ে শুনানির প্রক্রিয়ায় অংশ নিতে হয়।

জানা গিয়েছে, গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাজমুল হোসেনকে এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশ পাঠানো হয়েছিল। সেই নির্দেশের ভিত্তিতেই তিনি এদিন শুনানি কেন্দ্রে হাজির হন। তাজমুল হোসেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের তিনবারের নির্বাচিত বিধায়ক। তাঁর বাড়ি বাংরুয়া গ্রামে এবং তিনি বাংরুয়া হিজরি প্রাথমিক বিদ্যালয়ের ২০২ নম্বর বুথের ভোটার।

মন্ত্রী দাবি করেন, ২০০২ সাল থেকে তাঁর নিজের নাম ও বাবার নাম (দিদার বক্স) সমস্ত সরকারি নথিতে একই রয়েছে। যাবতীয় নথি যাচাই করেই তিনি পরপর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে রাজ্যের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তা সত্ত্বেও শুনানির নোটিশ পাঠানোয় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন।

শুনানি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাজমুল হোসেন জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই নির্ধারিত দিনে হাজির হয়েছেন। তাঁর ও পরিবারের সমস্ত নথি সম্পূর্ণ সঠিক রয়েছে বলেও তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =