কলকাতা, ১ জুলাই (হি.স.): কসবার গণধর্ষণ নিয়ে আবারও বেফাঁস মন্তব্য শীর্ষ তৃণমূল নেতার। এবার কসবার ল’ কলেজের গণধর্ষণকে ‘ছোট্ট ঘটনা’ বলে উল্লেখ করে বিতর্কে জড়ালেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া।
মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে মানস ভুঁইয়ার কসবা-কাণ্ডে করা এই মন্তব্য নিয়ে প্রবল সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।
সূত্রের খবর, মানস ভুঁইয়ার মন্তব্যে তৃণমূলের শীর্ষ নেতাদের একাংশও বেজায় ক্ষুব্ধ হয়েছেন। পরে পরিস্থিতির সামাল দিতে গিয়ে নিজের বক্তব্যের সাফাইও দিতে দেখা গিয়েছে সেচমন্ত্রীকে।