কলকাতা : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি ধৃতদের জামিন সংক্রান্ত মামলায় ভিন্ন মত কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির। ফলে এবার মামলা যাবে তৃতীয় বেঞ্চে।
অভিযুক্ত ন’জনের জামিনের পক্ষে রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিচারপতি অপূর্ব সিনহা রায় শুধুমাত্র চারজনের জামিন মঞ্জুর করে।
পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের ক্ষেত্রে দুই বিচারপতির ভিন্ন মত হওয়ায় এবার মামলাটি যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। তিনিই এই মামলায় তৃতীয় কোনও বিচারপতি নিয়োগ করবেন। আর সেই বিচারপতির বেঞ্চেই এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ফলে পার্থ চট্টোপাধ্যায়দের জামিন সংক্রান্ত বিষয়টি এখনও ঝুলেই রইল আদালতে।