চাকরি ফেরতের দাবিতে ফের সল্টলেকে এসএসসি-র যোগ্য গ্রুপ সি ও ডি কর্মীরা

কলকাতা : চাকরি ফেরতের দাবিতে বড়সড় আন্দোলনে ফের প্রকাশ্যে পথে নামলেন এসএসসি-র যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা।

বুধবার সল্টলেকের করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মহামিছিল হয়। চাকরিহারা শিক্ষাকর্মীরা সোচ্চার হন, ‘নিয়োগ দুর্নীতির দায় এসএসসি-কেই নিতে হবে’।

এদিকে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মিছিল ঘিরে যাতে কোনও বিশৃঙ্খলা না ছড়ায় তা দেখতে রীতিমতো তৎপর হয় পুলিশ। এসএসসি ভবনের সামনে পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যায়।

এদিন সল্টলেকের করুণাময়ী থেকে প্রতিবাদ মিছিল শুরু করে এসএসসি যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চ। চাকরিহারা যোগ্য গ্রুপ সি কর্মী সুজয় সরকার বলেন, “যোগ্য ১২৫৫ জন গ্রুপ সি ও ২১৩৯ জন গ্রুপ ডি কর্মী যাদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা ও নিয়োগকারী সংস্থার কোনও অভিযোগ নেই, সেই যোগ্য ৩৩৯৪ জন শিক্ষাকর্মীর তালিকা এসএসসি-কে অবিলম্বে প্রকাশ করতে হবে।

সিবিআই-এর উদ্ধার করা ২২ লক্ষ ওএমআর অবিলম্বে এসএসসি-র সরকারি ওয়েবসাইটে আপলোড করা, নিয়োগ দুর্নীতির সমস্ত দায় এসএসসিকে নেওয়া, আইনি পদ্ধতিতে ৩৩৯৪ জন শিক্ষাকর্মীকে নিজেদের বিদ্যালয়ে সম্মানের সঙ্গে চাকরিতে ফেরানোর বন্দোবস্ত করা, প্রভৃতি দাবিতে এসএসসি ভবনের সামনে অবস্থান চলবে বলে জানান আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 13 =