কলকাতা : এসএসসি-তে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো রবিবার বেলা ১২টা থেকে এসএসসি নবম-দশমের পরীক্ষা। নিয়ম মেনে পরীক্ষা না দিলে বাতিল হতে পারে উত্তরপত্র।
এদিকে, বারাসতে এসএসসি পরীক্ষায় কলম বিতর্ক। কর্তৃপক্ষের দেওয়া কলম নিয়েই ক্ষোভ পরীক্ষার্থীদের মধ্যে। পরীক্ষার্থীদের অভিযোগ, ব্যক্তিগত কলম ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। পরিবর্তে পরীক্ষাকেন্দ্রে ইউজ অ্যান্ড থ্রো নতুন পেন দেওয়া হচ্ছে। তবে সেই পেনে কালি ঠিকমতো পড়ছে না বলেই ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থীরা।
উল্লেখ্য, এসএসসি নবম-দশমে ২৩ হাজার ২১২ শূন্যপদ রয়েছে। অন্যদিকে ১৪ সেপ্টেম্বর হবে একাদশ-দ্বাদশের পরীক্ষা। একাদশ-দ্বাদশে রয়েছে ১২ হাজার ৫১৪ শূন্যপদ।

