বাঁকুড়া-মশাগ্রাম লোকালে ভোট প্রচারে সৌমিত্র খাঁ

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে জমজমাট লড়াই বিষ্ণুপুর কেন্দ্রে। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে বাঁকুড়া-মশাগ্রাম লোকালে চেপে ভোট প্রচারে নামলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এদিন ট্রেনে উঠে তিনি ঝালমুড়িও খেলেন। জানা গিয়েছে যে, সোনামুখী রেল স্টেশন থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ট্রেনে চাপেন সৌমিত্র খাঁ। তারপর ট্রেনে উঠে যাত্রীদের মধ্যে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। পাশাপাশি কথা বললেন ট্রেন যাত্রীদের সঙ্গেও। প্রত্যেকের কাছে হাতজোড় করে তিনি ভোট চাইলেন।
রাজনৈতিক মহলের দাবি, কেন্দ্রীয় সরকার এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলে সৌমিত্র খাঁয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বাঁকুড়ার সঙ্গে হাওড়ার রেল যোগাযোগের সুবিধা পেয়েছে সাধারণ মানুষ। তাতে আপ্লুত সকলেই। এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ভরসা রাখতে বলেন। এই রেল যোগাযোগের জন্য সাংসদ হিসেবে তিনি অনেক লড়াই করেন বলেও জানান। সৌমিত্র খাঁর সঙ্গে ছিলেন সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি, ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধারা, যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পিণ্টু সাম, খণ্ডঘোষ পাঁচ নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট কৌশিক আশ, বিষ্ণপুর সংগঠনের জেলার জিএস শম্পা মাথুর সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =