নয়াদিল্লি : ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থ তছরুপে জড়িত সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধী।
বুধবার দিল্লির রাউস এভিনিউ আদালতে এমনটাই জানালোএনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন দিল্লির আদালতে জানিয়েছে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী জাতীয় হেরাল্ড মামলায় প্রাথমিকভাবে অর্থ তছরুপের সঙ্গে জড়িত।
রাউস অ্যাভিনিউ আদালতে ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলার শুনানি বুধবারের মতো শেষ হয়েছে। আদালত ২ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত প্রতিদিন শুনানি পরিচালনা করবে। ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি থেকে ১৪২ কোটি টাকা পেয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর পুত্র রাহুল গান্ধী। এই মামলার তদন্তে বুধবার দিল্লির আদালতে বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তদন্তকারীদের অভিযোগ, অবৈধভাবে এই টাকা পেয়েছিলেন তাঁরা।