ফের হাসপাতালে ভর্তি সনিয়া

একদিকে যখন ভারত জোড়ো যাত্রা চলছে তারই মাঝে ফের হাসপাতালে ভর্তি করতে হল সনিয়া গান্ধিকে। সূত্রে খবর, বুধবার তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এটি নিতান্তই রুটিন চেক আপ বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কংগ্রেস নেত্রীর বয়সের কথা মাথায় রেখে বিশেষ নজর রাখছেন চিকিৎসকরা। কারণ, ২০২২-এ দুই মাসের ব্যবধানে দু’বার কোভিডে আক্রান্ত হন তিনি। তবে তাঁকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য় এখনও হাসাপাতালের তরফ থেকে জানানো হয়নি।
গত বছর প্রথমে জুন মাসে কোবিড-১৯ থাবা বসায় সনিয়ার ওপর। এর দু’মাস ঘুরতে না ঘুরতেই ফের একবার কোভিড আক্রান্ত হন তিনি। স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে সনিয়াকে ভর্তি করানো হয় দিল্লির এই গঙ্গারাম হাসপাতালে। এমনকী এই কোভিড আক্রান্ত হওয়ার কারণে সে মাসে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির সামনে হাজিরার দিনও পরিবর্তিত হয়। তাঁর সংক্রমণের কারণে হাজিরার তারিখ পরিবর্তন করা হয়। কারণ, নাক দিয়ে রক্তক্ষরণ হওয়া শুরু হয়। ফলে ইডি সমনে হাজিরা দিতে পারেননি তিনি। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য কিছুটা সময় চেয়ে নেন তিনি। সুস্থ হয়ে বাড়ি ফিরতেই ফের তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও পরবর্তীতে তিনি হাজিরা দিয়েছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 10 =