কলকাতা পুলিশের এক আধিকারিকের আত্মীয়ের সাইবার প্রতারণার শিকার হওয়ার ঘটনায় গ্রেপ্তার কলকাতা পুলিশের এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর ছেলে। সূত্রে খবর, এই প্রতারণার ঘটনায় বুধবার অভিযুক্ত তন্ময় সিংহকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পাশাপাশি এও জানা গেছে, তন্ময়ের বাবা কলকাতা পুলিশেরই প্রাক্তন এএসআই।
এদিকে বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, কিছুদিন আগে কলকাতা পুলিশের এক আধিকারিকে বন্ধন ব্যাঙ্কে একটি অভিযোগ করেন। সেই অভিযোগে তিনি জানান, তাঁর এক পরিচিত ব্যক্তি বন্ধন ব্যাঙ্কে চাকরির পাওয়ার নামে প্রতারিত হয়েছেন। তাঁকে চাকরির জন্য ১ লক্ষ ২২ হাজার টাকা জমা করতে বলা হয়। সেই টাকা ওই ব্যক্তি জমাও করেন। এরপর বন্ধন ব্যাঙ্ক থেকে তাঁর কাছে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারও আসে। তবে এই চিঠিটি পাওয়ার পর সন্দেহ হয় ওই ব্যক্তির। এরপরই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, সেটি ভুয়ো। এরপরই তিনি যোগাযোগ করেন, তাঁরই আত্মীয় কলকাতা পুলিশের এই আধিকারিকের সঙ্গে।এরপরই কলকাতা পুলিশের এই আধিকারিক বন্ধন ব্যাঙ্কের ওই প্রতারণার ঘটনায় অভিযোগ জানান। ব্যাঙ্কের তরফ থেকেও বিষয়টি পুলিশকে জানানো হয় ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ রানাঘাট থেকে দু’জনকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে পুলিশ জানতে পারে, তন্ময় সিংহ ‘সাইন কম’-নামে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করে এই প্রতারণার কারবার চালাচ্ছে। এরপরই বিধাননগর ক্রাইম থানা দক্ষিনেশ্বর একালায় হানা দিয়ে তন্ময়কে গ্রেপ্তার করে। এই প্রতারণার চক্রের সঙ্গে আর কারা জড়িত, পুলিশ তা খতিয়ে দেখছে।