ইসলামাবাদ, ৬ মার্চ: হঠাৎ তুষারপাত পাকিস্তানে। শুধু তাই নয়, তুষারপাত ও বর্ষায় বড়সড় বিপর্যয়ও নেমে এল পড়শি দেশটিতে। পাকিস্তানের প্রত্যন্ত এলাকার এই বৃষ্টি ও আকস্মিক এই তুষারপাতে অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছেন ও বহু মানুষ আহত হয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, গত সপ্তাহের শেষের দিকে পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে এই চরম আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এই আবহাওয়ার জেরে মৃতদের মধ্যে ২২ জনই শিশু। এমনকী, মৃত শিশুদের বেশির ভাগই ভূমিধসে বাড়িঘরের নীচে চাপা পড়ে প্রাণ হারায়। সেদেশের বিপর্যয় মোকাবিলা দপ্তর তড়িঘড়ি পরিস্থিতি মোকাবিলায় নেমে পড়েছে।
পাক ভূমে মার্চ মাসে এহেন তুষারপাত হয় না বলেই দাবি। আবহাওয়া বিশেষজ্ঞরা এই সময় তুষারপাতের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন। আবহাওয়া দপ্তরের তরফে মুশতাক আলি শাহ জানান, এই সময় এখানে ঠান্ডা পড়ে না। অল্প সময়ের জন্য হালকা শিলাবৃষ্টি হতে পারে। যদিও তা ৩০ মিনিটের বেশি সময় ধরে চলার কথা নয়। তিনি আরও বলেনন, ‘আমরা এহেন আবহাওয়া পরিবর্তনের কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাচ্ছি না। সম্ভবত বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের জেরেই এমনটা ঘটে থাকতে পারে।’