হুগলি : হুগলি জেলার চুঁচুড়া থানার অন্তর্গত দেবানন্দপুরের দক্ষিণ নলডাঙ্গা সৃজন পল্লী এলাকায় গত শুক্রবার সকালে রমেশ মাদুলিয়া (৩৮) নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই মহিলা সহ ছয়জনকে আটক করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ।
রবিবার সকালে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি সদর দফতর জানিয়েছেন যে মৃতের সৎ মা নাগরানি মুদালিয়া চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং দুই মহিলাসহ ছয়জনকে গ্রেফতার করে। শ্রদ্ধা মুদালিয়া ওরফে ভারতী (মৃতের স্ত্রী) এবং ইন্দ্র স্বামী (মৃতের শাশুড়ি) দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ আরও চার অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের নাম হল বিকাশ মোহালি (২২), পরীক্ষিত সোম ওরফে বাপি (২৭), অভিষেক রাজভর ওরফে আশিস (২২) এবং প্রসেনজিৎ বিশ্বাস ওরফে বাবু। জিজ্ঞাসাবাদে ধৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, রমেশের স্ত্রী শ্রদ্ধার সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে এই খুনের ঘটনা ঘটেছে।