‘এসআইআরএ মৃত্যু’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ তথাগতের

কলকাতা : রাজ্যের শাসক দলের প্রচারের শ্লোগানে পশ্চিমবঙ্গে এসআইআর জনিত কারণে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ নিয়ে সময়বিশেষে সরব হয়েছেন বা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ নিয়ে তাঁকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “গত এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে মোটামুটি ৫৫,০০০ মানুষ মারা গেছেন বা ইন্তেকাল করেছেন ! তার মধ্যে মাত্র ২৫-৩০ জন এসআইআর জনিত কারণে !

এত বড় সাহস !!!

আমাদের মাননীয়া মুখ্যমন্তি না আপনাদের বারণ করেছেন, এসআইআর ছাড়া অন্য কোন কারণে না মরতে !”

যদিও এই বিষয়ে তৃণমূল এবং মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদাররা। তাঁরা বলেছেন, “অন্য ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর-সম্পর্কিত মৃত্যুর একটিও ঘটনা ঘটেনি। কিন্তু শুধুমাত্র তৃণমূল চেয়ারপার্সন এবং তাঁর দলের নেতারা দাবি করছেন এসআইআরের আতঙ্ক বা কাজের চাপে সাধারণ মানুষ বা বিএলও-দের মৃত্যু হয়েছে। এই সব বিবরণ সম্পূর্ণ মিথ্যা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =