বঙ্গে শুরু এসআইআর প্রক্রিয়া, বিএলও-রা পৌঁছে যাচ্ছেন ঘরে-ঘরে

কলকাতা : পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকেই ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন বুথ লেভেল আধিকারিকরা (বিএলও)। এসআইআর শুরু হতেই এই প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

তবে, শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারেরা (বিএলও)।

ভোটারদের তথ্য সংগ্রহ করছেন তাঁরা। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তবে মঙ্গলবার থেকে ওই প্রক্রিয়া শুরু হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 1 =