এসআইআর-এর তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি নাম বাদ দক্ষিণ ২৪ পরগনায়

কলকাতা : বৃহস্পতিবারই শেষ হয়েছে এনুমারেশন আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। এরপরই রাজ্যের অসংগৃহিত আবেদনপত্রর মোট সংখ্যা জানা গেল। বৃহস্পতিবার বিকেল ৪টে পর্যন্ত সংখ্যাটা ৫৮ লক্ষর কিছু বেশি ছিল। সবচেয়ে বেশি রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।

শুক্রবার কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে গোটা মোট সংখ্যা ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১টি। অর্থাৎ এই বিপুল সংখ্যক নাম এবার ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়-৮ লক্ষ ১৬ হাজার ৪৭টি। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে অসংগৃহিত আবেদনপত্রর সংখ্যা ৭ লক্ষ ৯২ হাজার ৬৪টি। অসংগৃহিত আবেদনপত্রর সংখ্যা সবচেয়ে কম কালিম্পং জেলায়- ১৭ হাজার ৩২১টি। নিচে রইল জেলা ভিত্তিক মোট ভোটার, ডিজিটাইজড এবং অসংগৃহিত আবেদনপত্রর সংখ্যা।

১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। সে সব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা, বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে (হিয়ারিং) ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরও-রা করবেন ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 14 =