নৃশংসতাকে লঘু করে দেওয়ার চেষ্টার অভিযোগ শুভেন্দুর

কলকাতা : “এদের প্রথম কাজ হলো কি ভাবে নৃশংসতাকে লঘু করে দেওয়া যায়।” পহলগাঁওকান্ডে বিরোধী বিভিন্ন দল ও সংগঠনের ভূমিকায় এই ভাষায় ‘দেশের মধ্যেই বিচরণকারীদের’ একহাত নিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “মুশকিল হলো আতঙ্কবাদীরা বাইরে থেকে আসে, কিন্তু তাদের সমর্থক, সমব্যথী, সমানুভবী ও প্রবক্তারা আমাদের দেশের মধ্যেই বিচরণ করে।

ভগবানের কাছে প্রার্থনা করি, এদের যেনো কোনো দিন না বন্দুকের নলের সামনে পড়ে কলমা পড়তে বলা হয়। কারণ আমি চাই না যে এক মিনিটের জন্যে হলেও এদের উপলব্ধি হোক, কোন মূর্খের স্বর্গে এরা বাস করছিলো। সামান্যতম অনুতপ্ত হওয়ার সুযোগ পাক। এরা সংশোধন, অনুতাপ ও অনুশোচনার যোগ্য নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =