কোচবিহার : বক্সিরহাট শুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য। এই ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে জানান তিনি।
পুলিশের তদন্তে উঠে এসেছে, তৃণমূল ব্লক সভাপতির ছেলে তথা অঞ্চল চেয়ারম্যান নিহার বড়ুয়ার বিরুদ্ধে পরিকল্পিত শুটআউটের অভিযোগ আসলে পুরনো শত্রুতা থেকে সৃষ্টি। গত ১৩ নভেম্বর টাকোয়ামারি গ্রামে গুলি চলার খবর মেলে। অভিযোগ করা হয়েছিল যে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নিহার বড়ুয়াকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান।
তদন্তে পুলিশ জানতে পারে, টাকোয়ামারি গ্রামের একটি ক্রেসার মিল, যা দীর্ঘদিন ধরে বন্ধ, সেখানেই ঘটনার নাটক সাজানো হয়। ওই মিলের নাইটগার্ড প্রদীপ গোপ নিজের শত্রুতা মেটাতে এই পরিকল্পনা করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ দুটি বন্দুক উদ্ধার করে। একটি ওয়ান শাটার পিস্তল এবং একটি ৯ এমএম পিস্তল। গ্রেফতার করা হয়েছে নাইটগার্ড প্রদীপ গোপ এবং জয়ন্ত ডাকুয়াকে।
সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য বলেন, “তদন্তে আমরা নিশ্চিত হয়েছি এটি পুরনো শত্রুতা মেটানোর উদ্দেশ্যে সাজানো ঘটনা। বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।”
বিজেপি কোচবিহার জেলা সহ-সভাপতি উৎপল দাস পুলিশের এই দাবিকে সমর্থন জানিয়ে বলেন, “আমরা আগেই বলেছিলাম, এই ঘটনা বিজেপি কর্মীদের ফাঁসানোর জন্য পরিকল্পিত। পুলিশ তা প্রমাণ করেছে। আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ।”
অন্যদিকে, তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, “পশ্চিমবঙ্গ পুলিশ বরাবরই নিরপেক্ষ তদন্ত করে। বিজেপি শুধু রাজনীতি করার চেষ্টা করে।”
বক্সিরহাট শুটআউট কাণ্ডে পুলিশের এই তথ্য প্রকাশে নতুন মোড় নিয়েছে ঘটনাটি। তবে রাজনৈতিক তরজায় উত্তাপ এখনও অব্যাহত।