কলকাতা লিগে ৫-২ গোলে বেহালা এসএসকে হারাল মোহনবাগান। জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল ডেগি কার্ডোজোর ছেলেরা। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাগানের তরুণরা। প্রথমে ০-২ গোলে পিছিয়ে থেকেও ২-২ করে দেয় বিএসএস। শিবম মুণ্ডা হ্যাটট্রিকে ম্যাচে ফিরে আসে মোহনবাগান।
ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোল করেন শিবম মুণ্ডা। ৪১ মিনিটে কর্নার থেকে দুরন্ত ‘অলিম্পিকো’ গোল করেন শিবম। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে গোল করেন বিএসএস -এর রোমিন গোলদার। এক মিনিটের মধ্যেই তুহিন পোড়ের গোলে ২-২ করে বিএসএস। মোহনবাগানের হয়ে ৬৩ মিনিটে আদিত্য অধিকারী ও ৮৯ মিনিটে করণ রাই গোল করেন।

