◆ বাগানে বাকযুদ্ধ: দেবাশিসের আইনি নোটিশের পাল্টা সৃঞ্জয়ের
– মেঘনাদ ঘোষ
ভোটের দিনক্ষণ ঘোষণা দূর অস্ত। ভোটারদের প্রাথমিক তালিকা প্রকাশ হয়েছে সবে! আর তাতেই বাগান জুড়ে আকচাআকচি শুরু। শৈলেন মান্না, চুনী গোস্বামী, ধীরেন দের মোহনবাগানে ভোট ঘিরে চরম গরমাগরমি। যুযুধান দুই পক্ষেই যুদ্ধকালীন প্রস্তুতি। অতীতের ঘনিষ্ঠরা তাল, জ্ঞান, সময়, ঐতিহ্য ভুলে একে অন্যকে ভোটযুদ্ধের ময়দানে কোণঠাসা করার খেলায় মত্ত। শুক্রবারই প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসকে আইনি নোটিশ ধরালেন বর্তমান সচিব দেবাশিস দত্ত। প্রাক্তন সচিব আবার সাংবাদিক সম্মেলন করে বর্তমানের উদ্দেশে বাছা বাছা শব্দ প্রয়োগে আক্রমণ শানাতে থামলেন না। দেবাশিস দত্তের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সৃঞ্জয়ের মন্তব্য,”চশমাটা কি ভেঙে গিয়েছিল দেবাশিস বাবুর! চোখে কম দেখছিলেন দু’দিন!”
নির্বাচন আসবে, নির্বাচন যাবে। কিন্তু বাগান জুড়ে ব্যক্তি আক্রমণের যে নোংরা খেলা এইবার শুরু হয়েছে, তা নজিরবিহীন। অঞ্জন মিত্র, টুটু বোসরাও একটা সময়ে নির্বাচনে একে অপরের বিরুদ্ধে লড়েছেন। কিন্তু এবার যা শুরু হয়েছে, তাতে কালি লাগছে ঐতিহ্যের সবুজ মেরুনে। বর্তমান সচিব দেবাশিস দত্ত ইতিমধ্যেই ঘোষণা করেছেন, তাঁর দল চাইলে তবেই তিনি সচিব পদে নির্বাচনে লড়বেন। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ মহলে দেবাশিস জানিয়েছেন, জিতে এলে শ্যামল সেন বা টুটু বোসের মতো ব্যক্তিত্বরাই সভাপতি পদে তাঁর প্রথম পছন্দ।
বাগানের ভোট বাজারে শাসকগোষ্ঠীর বড় অস্ত্র সচিব দেবাশিসের মগজাস্ত্র। শ্যামল সেন বা টুটু বোসদের প্রতি দেবাশিসের নরম মনোভাব পালে হাওয়া কাড়ছে সৃঞ্জয় গোষ্ঠীর। আর সেখানেই তাল, ছন্দ, ধৈর্য , মেজাজ হারাচ্ছে ভাইয়ে ভাইয়ে বিভেদের পাঁচিল ওঠা বালিগঞ্জের বোস পরিবার। টুটু বোসের ছোট ছেলে সৌমিক ইতিমধ্যেই দাদা সৃঞ্জয়ের পাশ থেকে সরে এসে অনাস্থা জানিয়েছেন। টুটু বোসকে নিজের হয়ে প্রচারে নামিয়েও ড্যামেজ কন্ট্রোলে ব্যর্থ সৃঞ্জয়। বরং বিভিন্ন ইস্যুতে ভোট বাজারে বারেবারে মুখ পুড়ছে সৃঞ্জয় গোষ্ঠীর। আরজি কর কাণ্ডে সরকার বিরোধী এক বামপন্থী মনোভাবাপন্নকে পাশে নিয়ে চলার কারণেও অস্বস্তিতে পড়তে হচ্ছে।
এক সময়ের ঘনিষ্ঠরা আজ হঠাৎ কেন চরম বিরোধী? ভোটের মুখে বাগান সদস্যদের মনে উঁকি মারছে এই প্রশ্নটাও। দত্ত বনাম বোস পরিবারের তিক্ততার কারণ খুঁজতে গিয়ে উঠে আসছে আরও সব চাঞ্চল্যকর তথ্য। সৃঞ্জয় শিবিরেও সৃঞ্জয় পুত্রকে ঘিরে চরম অসন্তোষ, অশান্তি। কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর আশঙ্কাও রয়ে যাচ্ছে। ২২ মে, বৃহস্পতিবার আবার সাংবাদিক সম্মেলন ডেকেছেন বর্তমান সচিব দেবাশিস দত্ত। সেদিন না আবার হাটে হাঁড়ি ভাঙে! বেসুরো প্রশ্নের মুখে বেরিয়ে আসে কোনও গোপন কথা(রাজ কি বাত)! সেই আশঙ্কায় সৃঞ্জয় শিবিরে তাই এখন থেকেই খোলস ছাড়ার প্রস্তুতি!