পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে সরব শমীক, বললেন রাজ্যে নৈরাজ্য চলছে

কলকাতা : পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে সম্পূর্ণ নৈরাজ্য চলছে।

মঙ্গলবার শমীক বলেছেন, “যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতেই হয়, তাহলে তাঁকে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তে হবে। পশ্চিমবঙ্গে সম্পূর্ণ অরাজকতা ও আইন-শৃঙ্খলার সম্পূর্ণ তলানিতে, আর জি কর হোক, মুর্শিদাবাদ হোক।

রাজ্যে জনসংখ্যার পরিবর্তন ঘটছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের রাজ্যে ডাকছেন। জনগণ কি চায় রোহিঙ্গাদের ভোটার তালিকায় যুক্ত করা হোক? জনসংখ্যার পরিবর্তন কেবল বাংলাতেই নয়, বিহার ও ঝাড়খণ্ডেও হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =