বাংলার উন্নয়ন প্রসঙ্গে রাজ্য সরকারকে নিশানা শাহের

বনগাঁ : রবিবার বনগাঁ সীমান্তে বিএসএফের এক অনুষ্ঠান থেকে বাংলার উন্নয়ন প্রসঙ্গে রাজ্য সরকারকে নিশানা করলেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলায় বঞ্চনার অভিযোগে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ এদিন অভিযোগ করেন, বাংলাকে গত ১০ বছরে মোদী সরকার অনেক টাকা দিয়েছে। সঠিকভাবে ওই টাকা খরচ করলে অনেক উন্নয়নের কাজ করা যেত। ২৬ এ আপনারা পরিবর্তন আনুন, বাংলার সার্বিক উন্নয়ন হবে। নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে সাহায্য করছেন, প্রধানমন্ত্রী যে টাকা পাঠায় তা দুর্নীতির বলি হয়ে যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নের টাকা তৃণমূলের নেতাদের পকেটে ঢুকে গেলে বাংলার উন্নয়ন হবে কী করে? আমরা সোনার বাংলার সরকার করব। ২০২৬ সাল বাংলার মানুষের জন্য সোনার বাংলা নিয়ে আসবে। আপনাদের আচ্ছে দিন শুরু হবে। একদিন এই বাংলা সোনার বাংলা হবে।

উল্লেখ্য, বিভিন্ন সময় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মুখে রাজ্যের বন্যা পরিস্থিতিতেও কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করেছে বলে অভিযোগ করেছিলেন। ৬ কেন্দ্রের উপনির্বাচনের মুখে বাংলায় অমিত শাহ এসে সেইসব অভিযোগ খন্ডন করতে চেয়েছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =