রবিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, বাংলার আটটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। হতে পারে শিলাবৃষ্টিও। বৃষ্টি হওয়ার ফলে অত্যধিক গরম থেকে কিছুটা রেহাই মিলবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রার তেমন হেরফের হবে না। পরবর্তী চারদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। গরম কিছুটা কমবে।
তবে উত্তরবঙ্গে আপাতত বৃৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই বলে জানা গেছে।