নয়াদিল্লি ও কলকাতা : একাধিক বিল আটকে রাখার মামলায় এবার দুই রাজ্যের রাজ্যপালকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ ও কেরলের রাজ্যপালকে নোটিস ধরিয়েছে শীর্ষ আদালত।
পশ্চিমবঙ্গের একাধিক বিল আটকে আছে রাজভবনে। রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস সই করছেন না, তাই সেই বিলগুলি আইন হিসাবে কার্যকরও করা যাচ্ছে না।
এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলায় এ বার রাজভবনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। নোটিস জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জন্যও। একই কারণে কেরলের রাজ্যপালকে নোটিস ধরিয়েছে শীর্ষ আদালত।
উল্লেখ্য, রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। সংবিধানের রক্ষাকবচ রয়েছে তাঁর কাছে। সেই কারণে সরাসরি তাঁর বিরুদ্ধে মামলা করেনি রাজ্য। মামলাটি করা হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সচিবের বিরুদ্ধে।