রাজ্য বিধানসভায় আরও জোরদার হচ্ছে নিরাপত্তা

নতুন দিল্লির সংসদ ভবনে এদিনের হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিধানসভায় নিরাপত্তারক্ষীদের শূন্যপদ দ্রুত পূরণ করা হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এদিনের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, যখন লোকসভায় এমন ঘটনা ঘটে গিয়েছে, তখন বিধানসভার ক্ষেত্রেও আর একটু সতর্কতা অবলম্বন করা উচিত বলে তিনি মনে করেন। নিরাপত্তারক্ষীদের বিষয়টি দেখতে বলা হবে।

অধ্যক্ষ বলেন, ‘অনেক সময় দেখা গিয়েছে, কোনও কোনও বিধায়ক অনেক লোককে সঙ্গে নিয়ে বিধানসভায় আসেন। এব্যাপারে আরো কঠোরতা অবলম্বন করা হবে।’ পাশাপাশি নিরাপত্তারক্ষীদের শূন্যপদ গ্রহণ করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। উল্লেখ্য, বিধানসভার নিজস্ব ৬০ জন নিরাপত্তারক্ষী পদ থাকলেও বর্তমানে ২২ জন কর্মী রয়েছেন। অধ্যক্ষ জানান, বিধানসভার অধিবেশন শুরুর আগে কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বিধানসভা কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের থেকে বেশ কিছু কর্মীকে বিধানসভার নিরাপত্তার কাজে নেওয়া হয়। তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে বিধানসভার অধিবেশনের সময় নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়। এছাড়া যখন বিধানসভায় কোনও বিশেষ অনুষ্ঠান হয়, তখনও একইভাবে রিকুইজিশন যায় পুলিশের কাছে। তবে অন্যান্য সময়ে, অর্থাৎ যখন বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠক বা অন্যান্য কাজকর্ম চলে, তখন বিধানসভার নির্দিষ্ট নিরাপত্তা কর্মীদের দিয়েই কাজ চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =