কলকাতা : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সেটি রবিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় জন্ম নেবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়া।
নিম্নচাপের কারণে উত্তাল হতে পারে সমুদ্র। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে চলে গিয়েছেন, তাঁদের ফিরে আসতে হবে সোমবারের মধ্যেই।
ঘূর্ণিঝ়ড় তৈরি হওয়ার পর সমুদ্রে হাওয়ার সর্বোচ্চ গতি হতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে কতটা শক্তি নিয়ে তা উপকূলের দিকে এগোবে, তখন বাতাসের গতি কত হতে পারে, এখনও স্পষ্ট করেনি আবহাওয়া দফতর।

