বর্ধমান : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা স্কুল বাসের। বাসটিতে প্রায় ৩০ জন ছিল। বৃহস্পতিবার বর্ধমান শহরের লোকো চারতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
বাসটি পড়ুয়াদের নিয়ে বর্ধমান কালনা রোড ধরে স্কুলের দিকে যাচ্ছিল। লোকো চারতলা মোড়ের কাছে আসতেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে।
বাসের ভিতরে থাকা পড়ুয়ারা আহত হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। তিন পথচারীও আহত বলে জানা গেছে।