কলকাতা : দক্ষিণ ভারতের ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব বাংলায়৷ শীতের মরশুমের মধ্যেই আচমকা বৃষ্টির দাপট। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। ঠান্ডার সঙ্গে হালকা বৃষ্টি শীতের আমেজ আরও বাড়িয়ে তুলেছে।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার বাংলার উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা৷ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আকাশ মেঘলা থাকবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে৷ এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে বাকি জেলাগুলি শুষ্ক থাকবে৷
আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার হেরফের হতে পারে দু’-এক ডিগ্রি, তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আবার পারদপতন হতে পারে।
রবিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় বৃষ্টি হবে না বলে জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে। উত্তরবঙ্গে চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।