সঞ্জয়ের ফাঁসির শাস্তি, রাজ‍্যের আবেদনকে কোর্টে চ‍্যালেঞ্জ সিবিআইয়ের

কলকাতা: আর জি কর-কাণ্ডে শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য দ্বারস্থ হতে চলেছে হাই কোর্টের, এমনটাই খবর। বুধবার তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন সিবিআইয়ের আইনজীবী।

রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কি না, তা নিয়ে আগামী সোমবার শুনানি হবে হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে।

বুধবার এ ব্যাপারে আপত্তি জানিয়েছে সিবিআই। দোষীর সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজ্য কী ভাবে আবেদন করতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন ডেপুটি সলিসিটর জেনারেল (সিবিআই আইনজীবী) রাজদীপ মজুমদার। তাঁর বক্তব্য, সিবিআইও এই মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তিই চেয়েছিল। তবে নির্যাতিতার পরিবার, সিবিআই কিংবা দোষী হাই কোর্টের দ্বারস্থ না হলে, রাজ্য কী ভাবে এই আবেদন করতে পারে?

ডেপুটি সলিসিটর জেনারেল উদাহরণ হিসাবে লালুপ্রসাদ যাদবের মামলার প্রসঙ্গও টেনে আনেন। হাই কোর্টে রাজদীপবাবু জানান, লালুপ্রসাদের মামলার ক্ষেত্রেও রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হয়নি।

অন্যদিকে, সিবিআই আইনজীবীর এই বক্তব্যের বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সরকারি আইনজীবী (পিপি) দেবাশিস রায়। লালুপ্রসাদের মামলার সঙ্গে এই মামলার তুলনা টানার প্রতিবাদ করেন তাঁরা।

রাজ্যের তরফে জানানো হয়, লালুর ওই মামলার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে হাই কোর্ট সব মামলা সিবিআইকে তদন্ত করতে দিয়েছিল। রাজ্যের আইনজীবীরা জানান, সিআরপিসি ৩৭৭ এবং ৩৭৮ ধারা অনুসারে রাজ্য সরকার আবেদন করতে পারে। অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য, তদন্ত এবং আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়।

কিশোর দত্তর দাবি, আর জি কর-কাণ্ডের মামলাটি প্রথমে রাজ্যের পুলিশ তদন্ত করেছিল। তার পরে সিবিআইকে হস্তান্তর করা হয়। ফলে রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হওয়া উচিত বলে আদালতে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + seven =