কুয়ালালামপুর : জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা-র নেতৃত্বে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল মালয়েশিয়ার সংসদের প্রতিনিধি পরিষদের স্পিকার (দেওয়ান রাকয়াত) মহামান্য ওয়াইবি তান শ্রী দাতো’ (ডঃ) জোহরি বিন আব্দুলের সঙ্গে দেখা করে সন্ত্রাসবাদের প্রতি ভারতের অটল নীতি সম্পর্কে অবহিত করেছেন।
এছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সম্মিলিত লড়াইয়ে মালয়েশিয়ার সাংসদদের সহযোগিতা কামনা করেন।
মালয়েশিয়ার স্পিকার শান্তির প্রতি মালয়েশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবগত করার জন্য সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।