কলকাতা : আর জি কর কাণ্ডে ডাঃ সন্দীপ ঘোষ গ্রেফতার। এই খবরে উল্লসিত না হতে পরামর্শ বিজেপি – কংগ্রেস ও বামেদের। তাদের মিলিত অভিযোগ, আসল সত্যকে চেপে দেওয়া হতে চলেছে। এককভাবে সন্দীপের পক্ষে এত বড় সংগঠিত অপরাধ করা সম্ভব ছিল না।
বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, যদি মাথায় আশীর্বাদ ও সঙ্গে অনুপ্রেরণা না থাকে তবে এত বিশাল চক্রকে একার পক্ষে বেশি দূর টেনে নিয়ে যাওয়া অসম্ভব। কংগ্রেসের পক্ষে সৌম্য আইচ রায় জানান, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ঘটনায় কে যুক্ত, রাজ্য সরকার! সে জন্যই তো টানা ১৫ দিন ধরেই সে অধরা ছিল। বরাবর বলা হচ্ছে তথ্য প্রমান লোপাটের জন্য যে পরিকল্পনা রাতের অন্ধকারে, তাও আবার পুলিশকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে সব সত্যি জানতে হলে অপেক্ষায় থাকলাম রাজ্যবাসী।
সিপিআই (এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, হেফাজতে নিয়ে জেরা করার জন্যই প্রথমদিন বলা হয়েছে। অপরাধের কিনারায় বাধাদান করছে সরকার, এ কার স্বার্থে? কার দোষ ঢাকতে! কলকাতা পুলিশের যোগসাজশ রয়েছে। বরং সুবিচারের দাবিতেই সরব হয়েছেন এ রাজ্যের সমস্ত মানুষ।