বাল্টিমোর, ৩১ মার্চ: আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোরে সেতু বিপর্যয়ের পাঁচদিন পরও পণ্যবাহী জাহাজে থাকা ভারতীয় নাবিকরা এখনও সেখানেই আটকে রয়েছেন। এক মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের দাবি, তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। কারণ সেতুর ভাঙা টুকরো আশপাশের এলাকা থেকে সরিয়ে না ফেলা পর্যন্ত ওই জাহাজের দেখভাল করে যেতে হবে সংশ্লিষ্ট নাবিকদের।
উল্লেখ্য, আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোরে এক পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে সজোরে ধাক্কা দিলে তা ভেঙে জলে পড়ে দুর্ঘটনা ঘটে। তবে জানা গিয়েছিল, জাহাজের নাবিকরা ঠিক আছেন। সব মিলিয়ে ২১ জন নাবিক রয়েছেন জাহাজটিতে। তাঁদের মধ্যে ২০ জনই ভারতীয়। তাঁরা সকলেই এখনও জাহাজেই রয়েছেন। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাহাজের এক ভারতীয় নাবিক চোট পাওয়ায় তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসার পর তিনি আবারও জাহাজেই ফিরে আসেন।
নদী থেকে সেতুর ধ্বংসাবশেষ সরাতে বেশ কিছুদিন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এখনও অনেক কাজ বাকি থাকায় নির্দিষ্ট দিনক্ষণ কর্তৃপক্ষের পক্ষে বলা সম্ভব হচ্ছে না। ফলে আরও বেশ কিছুদিন ওই নাবিকদের জাহাজেই কাটাতে হবে, তা বলাই বাহুল্য।