অস্ত্রোপচারের সময়ে মরচে ধরা কাঁচি ভেঙে যাওয়া নিয়ে আলোড়ন

কলকাতা : প্রসূতি বিভাগে অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটতে গিয়ে ভেঙে গেল মরচে ধরা কাঁচি। সেই ভাঙা কাঁচির ছবি পোস্ট করে প্রতিবাদে সরব হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

আর জি কর হাসপাতালে রক্ত মাখা গ্লাভস উদ্ধার নিয়ে কিছুকাল আগে হইচই হরেছে। সোমবার প্রকাশ্যে এসেছে এসএসকেএম হাসপাতালে সম্প্রতি অস্ত্রোপচারের সময়ে মরচে ধরা কাঁচি উদ্ধার।

অভিযোগ, অস্ত্রোপচারের সময় আচমকা কাঁচিটি ভেঙে যায়। কী করে ভাঙল তা খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে মরচে পড়েছে কাঁচিটিতে। তার ওপরই রং করে রাখা ছিল। খোঁজ শুরু হয়, এই কাঁচি কীভাবে অপারেশন থিয়েটারে এল। জানা যায়, সিল ভেঙেই ওই কাঁচি রাখা হয়েছিল সেখানে।

এই ঘটনা সামনে আসার পর রোগীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, এর আগে আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস এসেছিল।

জুনিয়র ডাক্তারদের বক্তব্য ছিল, এর আগেও আর জি করে এই ধরনের অপরিষ্কার গ্লাভসের জোগান দেওয়া হত। সে সময়েও কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। মাঝে বেশ কিছু দিন নোংরা গ্লাভসের জোগান বন্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =