দুবছর পেরিয়ে গেলেও রক্তক্ষয়ী লড়াই থামছে না রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। হানাহানি, মৃত্যুমিছিল সব কিছুই জারি রয়েছে। হামলা পালটা হামলায় একে অপরকে কড়া জবাব দিচ্ছে দুদেশই। ওডেসায় বসত এলাকায় আছড়ে পড়ে একের পর এক রুশ মিসাইল। বোমাবর্ষণ ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কয়েকটি বহুতল। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় পাইপলাইন। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন।
এই ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকজন উদ্ধারকর্মীও। মস্কোর এই হামলায় আহত হয়েছেন অন্তত ৭২ জন। এদিনের হামলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, এটা জঘন্য অপরাধ। জোড়া হামলা চালিয়েছে রাশিয়া। যাঁরা সাধারণ মানুষদের উদ্ধারে সাহায্য করছিলেন তাঁদেরকেও নিশানা করা হয়েছে।