নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ভ্যালেন্টাইন ডে মানে প্রেমের দিন। আর বাঙালির কাছে সরস্বতী পুজো মানেই ভ্যালেন্টাইন ডে। তবে এবার আর ভিন্ন ভিন্ন দিনে নয়, একই দিনে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে পড়েছে। এমন দিনে গোলাপ উপহার দেওয়ার রেওয়াজ রয়েইছে। ফলে সকাল থেকে বাজারে বাজারে গোলাপের চাহিদা তুঙ্গে। আকার, রঙ আর গড়নের ভিন্নতায় পিস প্রতি ১০ টাকা থেকে ৬০ টাকা দরের গোলাপে মজেছে আম যুগল।
সরস্বতী পুজোতে যুগল একে অন্যকে উপহার দিক বা না দিক গত কয়েক দশকে ভ্যালেন্টাইন দিবসে উপহার দেওয়াটা যেন নিয়ম করে ফেলেছে আম বাঙালি। সেই উপহার আবার যাই হোক না কেন তার সঙ্গে গোলাপ মাস্ট, মাস্ট অ্যান্ড মাস্ট। এবার আবার সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন দিবসের রাজযোটক যোগ। স্বাভাবিক ভাবে উদ্দাম এই প্রেমের দিনে ভিড় উপচে পড়ছে বাঁকুড়ার বিভিন্ন বাজারের গোলাপের দোকানগুলিতে। এমন উত্তাল চাহিদার আঁচ পেয়ে বিভিন্ন আকার, রঙ ও গড়নের গোলাপ হাজারে হাজারে মজুত করেছেন ব্যবসায়ীরাও। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গোলাপের দাম। কিন্তু উদ্দাম প্রেমের এমন দিনে পকেটের রেস্তো খসাতে কে আর পরোয়া করে?