বেলাকোবা : প্রতিদিনই বিভিন্ন জায়গায় বেহাল রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ হচ্ছে। এবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকায় বিক্ষোভ সামলাতে এসে মেজাজ হারালেন রাজগঞ্জের বিডিও। বিক্ষোভকারীদের বিডিও সাফ জানান, লক্ষ্মীর ভান্ডারের টাকা না নিলে ওই টাকা দিয়ে রাস্তা হয়ে যাবে।
রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা। এর প্রতিবাদে এদিন পথ অবরোধে শামিল হন এলাকার বাসিন্দারা। বেলাকোবা-গেট বাজার রাস্তায় দেবী চৌধুরানীর মন্দিরের মোড়ে বাঁশ দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ হয়।
প্রায় ২ ঘন্টা টানা অবরোধ-বিক্ষোভ চলে। অবরোধে সক্রিয়ভাবে অংশ নেন মহিলারা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে এসে অবরোধ দেখেই মেজাজ হারান বিডিও। তিনি বলেন, ‘লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাহলে রাস্তার আন্দোলনে কেন? ’ বিক্ষোভকারী মহিলাদের দাবি, রাস্তা চাই।
পালটা বিডিও বলেন, ‘লক্ষ্মীর ভান্ডারের টাকা না নিলে ওই টাকা দিয়ে রাস্তা হয়ে যাবে।’ পরে আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। অবরোধ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধেই তোপ দাগেন বিডিও । পাশাপাশি রাস্তা নিয়ে আশ্বাস দিয়েছেন তিনি। তবে বিডিওর ‘লক্ষ্মীর ভাণ্ডার’ সংক্রান্ত মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

