পেটিএম-এ (Paytm) আর নতুন করে খোলা যাবে না অ্যাকাউন্ট। এই ডিজিটাল পেমেন্ট ব্যাংকে নতুন করে কোনও গ্রাহক অ্যাকাউন্ট খুলতে পারেব না। শুক্রবার এমনই নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)
রিজার্ভ ব্যাংকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পেটিএম-কে কোনও সংস্থার লেনদেন ও আয়কর সংক্রান্ত হিসেব নিকেশের অডিট করাতে হবে। পেটিএমের হিসেব নিকেশ সংক্রান্ত একাধিক বিষয়ে বেনিয়মের ইঙ্গিত পেয়েছে রিজার্ভ ব্যাংক। সেকারণেই নতুন গ্রাহক গ্রহণ করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তীকালে সংস্থা রিজার্ভ ব্যাংকের কাছে রিপোর্ট জমা করলে তা খতিয়ে দেখা হবে।
Reserve Bank of India stops Paytm Payments Bank from onboarding new customers pic.twitter.com/wOemAsw21a
— ANI (@ANI) March 11, 2022
ডিজিটাল লেনদেন যত বাড়ছে, ততই অভিযোগ উঠছে প্রতারণারও।আরবিআই-এর লক্ষ্য ডিজিটাল লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা আনা। পেটিএমের দিকে আগেও নজর ছিল রিজার্ভ ব্যাংকের। গত বছর অক্টোবর মাসেই বেনিয়মের অভিযোগে জরিমানার মুখে পড়তে হয় এই ডিজিটাল পেমেন্ট ব্যাংককে। নিয়মভঙ্গের অভিযোগে এক কোটি টাকা জরিমানাও গুনতে হয় পেটিএমকে। যদিও এখনই পেটিএমের গ্রাহকদের জন্য চিন্তার কোনও কারণ নেই বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ পেটিএম পেমেন্টস ব্যাংককে শিডিউল পেমেন্ট ব্যাংকের তকমা দিয়েছে আরবিআই।