মোদীর চপার বিভ্রাটে তৃণমূল বলছে, ‘ঈশ্বরের কৃপাদৃষ্টি না থাকলে এরকমই হয়’

কলকাতা : আবহাওয়া খারাপ থাকার কারণে শনিবার নদিয়ার তাহেরপুরের সভাস্থলে পৌঁছোতেই পারলেন না নরেন্দ্র মোদী। তা নিয়ে প্রধানমন্ত্রী কটাক্ষ করা শুরু করে তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্য, “ঈশ্বরের কৃপাদৃষ্টি না থাকলে এরকমই হয়।”

কলকাতা বিমানবন্দরে ফিরে সেখান থেকেই ভার্চুয়ালি ভাষণ দিতে হয় প্রধানমন্ত্রীকে। মোদীরর সেই অডিওবার্তাই শোনানো হয় সভায় আসা বিজেপির কর্মী-সমর্থকদের। শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন, “মৌসম বিগড় চুকা হ্যায়!”

প্রসঙ্গত, খারাপ আবহাওয়ার কারণেই সভাস্থলেই পৌঁছোতে পারেননি প্রধানমন্ত্রী। কলকাতা বিমানবন্দরে অবতরণের পর চপারে করে মোদী সভাস্থলের দিকে রওনাও হয়েছিলেন। কিন্তু মাঝপথ থেকেই তাঁকে আবার কলকাতা বিমানবন্দরে ফিরে আসতে হয়। প্রাথমে জানা গিয়েছিল, সম্ভবত সড়কপথেই নদিয়া যাবেন প্রধানমন্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত তা-ও সম্ভব হয়নি। পরে বিমানবন্দর থেকেই ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করতে হয় প্রধানমন্ত্রীকে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =