নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: সারেঙ্গায় বেপরোয়া ডাম্পারের ধাক্কা বিডিওর গাড়িতে। সামান্য আহত হলেও, বড়সড় দুর্ঘটনার হাত থেকে কোনও করমে রক্ষা পেলেন সারেঙ্গার বিডিও তমাল কান্তি সরকার। রবিবার রাত প্রায় ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গার পিড়রগাড়ি মোড় থেকে সারেঙ্গা যাওয়ার চার নম্বর রাজ্য সড়কের বীরভানপুরে।
স্থানীয় সূত্রে খবর, সারেঙ্গার বিডিও তমাল কান্তি সরকার বাঁকুড়া থেকে সারেঙ্গা ফিরছিলেন তাঁর গাড়ি করে। যখন বীরভানপুরে আসেন সেই সময় অপর দিক থেকে ওই ডাম্পার বেপরোয়া গতিতে বাঁকুড়া অভিমুখে আসছিল। তার মধ্যে একটি ডাম্পার ধাক্কা মারে বিডিওর গাড়িতে, কোন রকমে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সারেঙ্গার বিডিও তমালকান্তি সরকার। ক্ষতিগ্রস্ত হয় বিডিও গাড়ির সামনের অংশ, হালকা চোট পান বিডিও, তবে চালকের কিছু হয়নি বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে দ্রুত পৌঁছয় সারেঙ্গা থানার পুলিশ। পুলিশ বিডিওকে উদ্ধার করে নিয়ে যায় চিকিৎসার জন্য সারেঙ্গার একটি নার্সিংহোমে। চোট তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ওই ঘটনায় একটি ডাম্পারকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে।