দুর্দান্ত ডিজাইন, বড় ডিস প্লে, ট্রিপল ক্যামেরা সেট আপ আর স্ট্রং ব্যাটারি। এই সমস্ত ফিচার নিয়ে অবশেষে ভারতে লঞ্চ হল Realme C31। দাম, একেবারেই বাজেটের মধ্যে।এই ফোনে রয়েছে 5G কানেক্টিভিটি। দাম ১০ হাজারের মধ্যে।
ডিজাইন ও ডিসপ্লে
প্রথমেই নজর কাড়ে স্মার্টফোনটির ডিজাইন। এই ফোনে ব্যবহার হয়েছে তুলনামূলক বড় একটি ডিসপ্লে। যদিও খুব উজ্জ্বল নয় এই ফোনের ডিসপ্লে। তবে ১০ হাজারের ফোনে সেটা মানিয়ে নেওয়াই যায়। দাম কম রাখার জন্যই ফোনে এই ডিসপ্লে দিয়েছে Realme C31
ক্যামেরা
Realme C31 এর পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এছাড়াও ফোনের সামনে রয়েছে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। প্রথম ঝলকে এই ক্যামেরায় তোলা ছবি আপনার পছন্দ হবে। ফোনটিতে দেওয়া হয়েছে দুর্দান্ত কোয়ালিটির ব্যাটারি। যার ফলে একবার চার্জ দিলেই দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
শুধু এটাই নয়, এর আগেও বাজেটের মধ্যে একাধিক দুর্দান্ত ফোন লঞ্চ করেছিল Realme। মূলত বাজেটের মধ্যে থাকার ফলে প্রতিটি ফোন মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে। এছাড়াও কম দামের মধ্যে অত্যন্ত ভালো মানের স্পেশিফিকেশন দেওয়া হয়েছে প্রতিটি মডেলে।