নিজস্ব প্রতিবেদন, কলকাতা : শুক্রবার দুপুরে ঝটিকা সফরে কলকাতায় পা রাখলেন দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রধান রবি সিনহা। রাজারহাট সংলগ্ন নিউটাউনের একটি হোটেলে উঠেছেন ‘র’-র সর্বোময় কর্তা। সূত্রের খবর অনুযায়ী সেখানে তিনি বেশ কয়েকটি বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত থাকছেন এনআইএ সহ দেশের কেন্দ্রীয় এজেন্সিগুলির রাজ্যের বাছাই করা কিছু অফিসার। নির্বাচনের প্রাক্কালে কলকাতায় ‘র’ এর প্রধানের এই আগমন যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনৈতিক মহল। অনুপ্রবেশ সহ নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে কড়া নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
ইতিমধ্যে নাকা তল্লাশি করার সময় কোলাঘাট সংলগ্ন জাতীয় সড়ক থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা। ওডিশা থেকে তিনজন এই টাকা নিয়ে শহরে প্রবেশ করার সময় গাড়ি সহ ধরা পড়ে। নির্বাচন কমিশন ইতিমধ্যে মালদার বেশ কয়েকটি বিধানসভায় এলাকাকে কালো টাকা আনা গোনার কেন্দ্রস্থল বলে চিহ্নিত করেছে। কলকাতার দুটি কেন্দ্রকেও অবৈধ অর্থের লেনদেনের স্থল বলে কমিশন তার রিপোর্টে উল্লেখ করেছে। এরকম পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ‘র’-র প্রধানের কলকাতায় পদার্পণ যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। তিনি কতদিন এখানে থাকবেন এই গোটা বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয়েছে।