নয়াদিল্লি : বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন গ্রুপ-২ এর প্রতিনিধিদল রবিবার দিল্লি বিমানবন্দরে পৌঁছয়।
উল্লেখ্য, পহেলগামে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তানের দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র।
বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ এদিন বলেন, দেশে ফিরে এসে দারুণ লাগছে। আমাদের প্রতিনিধিদল ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, ইংল্যান্ড, ব্রাসেলস এবং জার্মানি সফর করেছে। পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় বিদেশে প্রচুর ক্ষোভ রয়েছে এবং সমস্ত দেশই এর নিন্দা জানিয়েছে। আমরা ইউরোপীয় সংসদও পরিদর্শন করেছি। প্রবাসী ভারতীয়রা আমাদের সঙ্গে দেখা করতে পেরে খুবই আনন্দিত। ভারত ও ইউরোপের মধ্যে একটি নতুন সম্পর্ক স্থাপিত হতে চলেছে। এটি একটি অত্যন্ত সন্তোষজনক সফর ছিল।