দেদার বিকোচ্ছে ভারত-পাক ম্যাচের ভুয়ো টিকিট, ধৃত ৪

বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের পারদ তরতরিয়ে বাড়ছে। জমে উঠেছে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারতের। ওই মেগা ম্যাচের জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আমেদাবাদ। এই হাইভোল্টেজ ম্যাচের রোমাঞ্চ গ্যালারিতে বসে উপভোগ করতে কে-না চান। ভারত-পাক মেগা ম্যাচের টিকিটের জন্য দ্বিগুণ-তিনগুণ টাকা গুনতে তৈরি অনেক ভক্ত। এই ম্যাচের জন্য দুই দলের সমর্থকদের আবেগই হয় আলাদা। আর সেই আবেগকেই কাজে লাগিয়ে কয়েকজন ব্যক্তি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের ভুয়ো টিকিট বিক্রি করেছেন। তাঁদের অবশ্য গ্রেফতার করেছে আমেদাবাদ পুলিশ। আমেদাবাদে দেদার বিক্রি হয়েছে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের নকল টিকিট। যে চার ব্যক্তি এই ভুয়ো টিকিট বানানোর কাজে যুক্ত ছিলেন, তাঁদের গ্রেফতার করেছে আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। ভারত-পাকিস্তান ওডিআই বিশ্বকাপের ম্যাচের জন্য নকল টিকিট বিক্রি করা চার তরুণকে গ্রেফতার করার পাশাপাশি ২০০টি ভুয়ো টিকিট উদ্ধার করা হয়েছে। আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি চৈতন্য মান্ডলিক জানান, এই নকল টিকিট বিক্রির সঙ্গে জড়িত চার জন হলেন – কুশ মীনা (২১), রাজীবর ঠাকুর (১৮), জেমিন প্রজাপতি ও ধ্রুমিল ঠাকুর। আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি চৈতন্য মান্ডলিক বলেন, ‘বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের টিকিটের বিরাট চাহিদা জানতে পারার পর জেমিন প্রজাপতি টিকিট নকল করে তা বিক্রি করার কথা ভাবেন। ও স্টেডিয়ামের কাছাকাছি থাকে। এরপর ও রাজবীর ও ধ্রুমিলের সঙ্গে নকল টিকিট তৈরি করে তা কালোবাজারে বিক্রি করার ব্যপারে আলোচনা করেন। এরপর তাঁরা মীনাকেও তাঁকে পরিকল্পনা জানান। মীনার আমেদাবাদের বোদাকদেব এলাকায় একটি প্রিন্টিং দোকান রয়েছে। এরপর মীনা জানান পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য একটি আসল টিকিট লাগবে। এরপর ধ্রুমিল একটি আসল টিকিট কেনেন। সেটি দেন মীনাকে। তিনি এরপর ফটোশপ ব্যবহার করে নকল টিকিট বানান মীনা।’ এরপর সোশ্যাল মিডিয়া মারফত প্রজাপতি ও রাজবীর ৫০টি নকল টিকিট বিক্রি করেন। যার দাম ওঠে ২০০০ থেকে ২০ হাজার। এই ভুয়ো টিকিটের খবর জানতে পেরে মীনার দোকানে তল্লাশি করে পুলিশ। ১৫০টি টিকিট সহ অভিযুক্ত চারজনকে ধরে ফেলে পুলিশ। যে ৫০টি টিকিট বিক্রি হয়েছিল, তা থেকে ৩ লক্ষ টাকা পেয়েছিল অভিযুক্তরা। সেগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। এমনটাই জানিয়েছেন আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি চৈতন্য মান্ডলিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − thirteen =