এপ্রিলেই গাঁটছড়া বাঁধতে পারেন রণবীর কাপুর ও আলিয়া ভাট!

এপ্রিলেই গাঁটছড়া বাঁধছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।প্রথমে জানা গিয়েছিল যে, নভেম্বরে বিয়ে করবেন তাঁরা।সবমিলিয়ে জোর গুঞ্জন এপ্রিলেই আলিয়া রণবীরের চার হাত এক হতে চলেছে।শুটিং থেকে বিয়ের জন্য ছুটি নিয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।তবে, এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র নিয়ে ফ্যানেদের উন্মাদনা তুঙ্গে । ইতিমধ্যেই একসঙ্গে একটি অ্যাপার্টমেন্টও কিনেছেন তাঁরা। বলা যেতে পারে, বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, ফারহান আখতার-শিবানী দান্ডেকরের পরে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভাট তনয়া। বরাবরই এই তারকা জুটি নিজেদের সম্পর্ক নিয়ে ওপেন ছিলেন। তাদেরকে একসঙ্গে বিভিন্ন ফাংশান বা বিভিন্ন পার্টিতে দেখা গিয়েছে। এবার সেই সম্পর্ককে পাকাপাকিভাবে শিলমোহর দিতে চলেছেন বলে বলিউডের অন্দরে গুঞ্জন। তবে, এবিষয়ে মুখে কুলুপ এটেছেন এই জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 6 =