নিজস্ব প্রতিবেদন, নদিয়া: সুরের মূর্ছনায় মুক্তি মিলবে রোগভোগের যন্ত্রণা থেকে। হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি ধন্বন্তরীর কাজ করবে সংগীত। মিউজিক সিস্টেম বসানোর নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য দপ্তর। জেলার মধ্যে প্রথম রানাঘাট মহকুমা হাসপাতালে এবার বসেছে মিউজিক সিস্টেম।
রোগীদের মন ভালো করবে রবি ঠাকুরের গান। রানাঘাট মহকুমা হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে লো ডেসিবেলে বাজছে সংগীত। পুরুষ ও মহিলা বিভাগে সাউন্ড সিস্টেম ওয়ার্ডগুলোতে প্রতিদিন সকাল ও সন্ধেবেলায় বাজানো হচ্ছে রবীন্দ্রসংগীত। তবে হাসপাতালের করিডর এবং সামনের অংশে ইতিমধ্যেই স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারের পাশাপাশি রবীন্দ্রসংগীত বাজানো হচ্ছে।
রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী বলেন, ‘প্রথমে পরীক্ষামূলক ভাবে দু’দিন হাসপাতালের ভেতরে রবীন্দ্রসংগীত চালানো হয়েছিল। শারীরিক কষ্টের মধ্যেও অনেক রোগীর মুখে পছন্দের গান গুনগুন করতে শোনা গিয়েছে। রবি ঠাকুরের জীবনমুখী গান তাঁদের মুখে হাসি ফিরিয়েছে।’ রানাঘাট মহাকুমা হাসপাতালের এই তৎপরতা প্রশংসনীয় বলে দাবি অনেকের।
চিকিৎসকদের অনেকেই বলছেন, মানুষের যাবতীয় আবেগের কেন্দ্রস্থল মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক অংশ। পছন্দের গান কিংবা সুর সেখানে উদ্দীপনা তৈরি করে। সে কারণেই বাইরের বহু দেশে ইতিমধ্যেই ‘মিউজিক থেরাপি’ রীতিমতো সাফল্য পেয়েছে।