সাংসদ কল্যাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার ইঙ্গিত রাজভবনের

কলকাতা : “রাজভবন থেকে বন্দুক, বোমা সরবরাহ করা হচ্ছে!” শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের এবার পালটা পদক্ষেপ রাজভবনের। রবিবার সকাল থেকে খুলে দেওয়া হল রাজভবনের সিংহ দুয়ার। সাংসদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক মিলিয়ে ১০০ জনের জন্য রাজভবন খুলে দেওয়া হল। শুধু তাই নয়, সাংসদের বক্তব্যের প্রেক্ষিতে রাজভবন থেকে কড়া বিবৃতিও জারি করা হয়েছে।

বিহার নির্বাচনের ফলাফলের প্রকাশের পর শনিবার সেটি সম্পর্কে রাজ্যপাল ইতিবাচক ও পশ্চিমবঙ্গ সম্পর্কে তির্যক মন্তব্য করেন। এর পর পালটা দেন কল্যাণবাবু। তাঁর কড়া মন্তব্য, “রাজ্যপালকে আগে বলুন তাঁর রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে। রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। বলছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আগে এসব বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল! বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না।”

রাজভবনের তরফে রাতেই বিবৃতি জারি করা হয়। জানানো হয়, সাংসদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক মিলিয়ে ১০০ জনের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হবে। রাজভবনে আদৌ কোনও অস্ত্র, গোলাবারুদ মজুত আছে কিনা তাঁরা এসে সরেজমিনে খতিয়ে দেখতে পারেন।

সাংসদের দাবি ভুয়ো প্রমাণিত হলে তাঁকে মানুষের কাছে ‘ক্ষমা’ চাওয়ার কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, সাংসদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার ইঙ্গিতও মিলেছে। লোকসভার স্পিকারের কাছেও এই বিষয়টি নিয়ে তদন্তের অনুরোধ জানানো হবে বলে রাজভবন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eight =