বিরাট কোহলিকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন রায়না

ভারতীয় ক্রিকেটের দুই আইকন সুরেশ রায়না ও বিরাট কোহলি। বহু বছর দেশের জার্সিতে খেলেছেন এক সঙ্গে। দেশের হয়ে জিতেছেন একাধিক ম্যাচ ও ট্রফি। তবে অনেক দিন হল সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রায়না। সতীর্থ বিরাটও টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এ বার বন্ধু বিরাটের জন্য জোড়া দাবি তুললেন রায়না। দেশের এই প্রাক্তন ক্রিকেটারের মতে, বিরাট কোহলিকে ভারতরত্ন সম্মান দেওয়া উচিত। ভারতের একমাত্র ক্রীড়াবিদ হিসেবে এই সর্বোচ্চ সম্মান পেয়েছেন সচিন তেন্ডুলকর। ২০১৪ সালে সর্বকনিষ্ঠ হিসেবে ভারতরত্ন সম্মান পান মাস্টার ব্লাস্টার।

এই মরসুমে আইপিএলে বেশ ভালো ছন্দে রয়েছেন কিং কোহলি। ভারত-পাক সংঘাতের ফলে এক সপ্তাহ স্থগিত ছিল আইপিএল। শনিবার শুরু হয়েছে আইপিএলের বাকি অংশ। যদিও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এত দিন স্থগিত থাকার পর সমর্থকদের হতাশা বাড়ে বৃষ্টির কারণে। ম্যাচ ভেস্তে যাওয়ায় সরকারি ভাবে প্লে-অফের দৌড় থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর।

আরসিবি বনাম কেকেআর ম্যাচেই ধারাভাষ্যে সুরেশ রায়না মন্তব্য করেছেন যে, ক্যাপ্টেন ও প্লেয়ার হিসেবে দেশের প্রতি বিরাটের বড় অবদান রয়েছে। বিরাটের ভারতরত্ন পাওয়া উচিত। রায়না বলেন, তআমার মনে হয়, ভারত সরকারের উচিত বিরাটকে ভারতরত্ন সম্মান দেওয়া। কারণ, বিরাট দেশকে অনেক কিছু দিয়েছে।দ বিসিসিআইয়ের কাছে আরও একটা দাবি জানান রায়না। ভারতীয় ক্রিকেট বোর্ড যেন বিরাটের সঙ্গে আলোচনা করে এবং তাঁর ঘরের মাঠ দিল্লিতে বিদায়ী ম্যাচের আয়োজন করে।

রায়নার কথায়, তআমি মনে করি দিল্লিতে বিরাটকে একটি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত। সেখানে তাঁর পরিবার এবং কোচও মাঠে থাকত তাঁকে সমর্থন করার জন্য। দেশের জন্য এত কিছু করার পর, বিসিসিআইয়ের উচিত ওর সঙ্গে আলোচনা করা। কারণ, ওর একটি বিদায়ী ম্যাচ প্রাপ্য।’ কাকতলীয় হলেও লাল-বলের ক্রিকেটে শেষ ম্যাচটা বিরাট খেলেছেন দিল্লিতেই। বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ফেরার পর দিল্লির হয়ে রঞ্জিতে নেমেছিলেন বিরাট কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 8 =